চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায় প্রতিষ্ঠান খোলার দাবিতে বিক্ষোভ

সময়: 4:14 pm - April 6, 2021 | | পঠিত হয়েছে: 553 বার

করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকারি নির্দেশনায় মার্কেট বন্ধের প্রতিবাদে করণীয় সভা করেছে চাঁপাইনবাবগঞ্জের মার্কেট ব্যবসায়ী ও কর্মচারীবৃন্দ। মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় মডার্ণ মার্কেটের ভিতরে এ সভা হয়।

 

সভায় উপস্থিত ছিলেন, মডার্ণ মার্কেট ব্যবসায়ী সমিতি, সাটু হল মার্কেট ব্যবসায়ী সমিতি, আব্দুল মান্নান সেন্টু মার্কেট ব্যবসায়ী সমিতি, ক্লাব সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি, স্টেডিয়াম মার্কেট ব্যবসায়ী সমিতি, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও কর্মচারীগণ।

 

সভায় বক্তারা বলেন, চলমান লকডাউনে ব্যবসা বন্ধ থাকলে আমরা শেষ হয়ে যাব। তারপরও সামনে ঈদ বাজার আছে। যেহেতু অফিস আদালতসহ কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান শর্ত সাপেক্ষে খোলা রাখা হচ্ছে, সেহেতু আমরাও সরকারি নির্দেশনা মেনে মার্কেট খোলা রাখতে চাই। আমাদের জন্য নির্দিষ্ট সময় বেধে দেয়া হোক।

 

নেতৃবৃন্দ বলেন, তারা আজকেই (মঙ্গলবার) পৌর মেয়র ও জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে তাদের দাবি দাওয়া তুলে ধরবেন। যদি ইতিবাচক সাড়া মিলে তাহলে আমরা আন্দোলনে যাবনা। নাহলে আগামীকাল বুধবার সকাল ১০টায় ক্লাব সুপার মার্কেটের সামনে মানববন্ধন হবে। সেই মানববন্ধনে সকল ব্যবসায়ী ও কর্মচারীদের উপস্থিত হবার অনুরোধ জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর