শিবগঞ্জের সন্ত্রাসী একাধিক মামলার আসামি আরিফ প্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার আলোচিত কুখ্যাত সন্ত্রাসী আরিফকে অবশেষে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন। এর আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলার উজিরপুর ইউনিয়নের পদ্মার চর এলাকা থেকে তাকে গ্রেফতার করে বুধবার বিকেলে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন গ্রেফতার আরিফ বেশ কিছুদিন থেকেই শিবগঞ্জের বিভিন্ন এলাকায় ছিনতাইসহ অপকর্ম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে আদালতের সাজার ওয়ারেন্টসহ শিবগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন থেকেই পুলিশ আরিফকে গ্রেফতারের তৎপরতা চালালেও আত্মগোপনে থাকায় তার কোন সন্ধান পাইনি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পদ্মা নদীর চরাঞ্চল থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে চারটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। অভিযোগ রয়েছে- গ্রেফতার আরিফ উপজেলার বিভিন্ন এলাকায় তার কয়েকজন সহযোগী নিয়ে দীর্ঘদিন থেকেই ছিনতাই ও লুটপাটসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। এর আগে কয়েকজন ভুক্তভোগী শিবগঞ্জ থানায় আরিফের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন। কিন্তু পুলিশের চোখে ফাঁকি দিয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়ে। এদিকে আরিফের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে জনমতে স্বস্তি ফিরে আসে বলে জানিয়েছে এলাকাবাসী।
রাজশাহী বার্তা/admin