জয়পুরহাটে পাকা ঘর পেল দুইটি পরিবার

সময়: 9:45 pm - April 30, 2021 | | পঠিত হয়েছে: 152 বার
জয়পুরহাটে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন দুইটি পরিবারে মাঝে পাকা ঘর হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে জয়পুরহাট সদর উপজেলা পন্ডিতপুর এবং পাঁচবিবি উপজেলার খাসবাগুরী গ্রামে বিভাগীয় কমশিনার রাজশাহী এর অর্থায়নে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘর হস্তান্তর করেন রাজশাহী বিভাগীয় কমশিনার ড.মোঃ হুমাযুন কবীর।
নতুন পাকা ঘর পাওয়া বাউল গোলাম মোস্তফা বলেন, আমি জীবনে কোনো দিন ভাবিনি আমার একটি পাকা ঘর হবে। এতদিন পরিবার পরিজন নিয়ে একটি ঝুপরি ঘরে বসবাস করতাম।
পরিবার সদস্যদের নিয়ে নতুন ঘরে উঠেছেন হামিদা বেগম। তিনি বলেন, নতুন ঘর পাওয়ার কথা তিনি ভাবতেও পারছিলেন না। এখন নতুন ঘর পেয়ে মনে অনেক শান্তি পাচ্ছেন। আগে ঝড়-বৃষ্টির সময় ভয়ে ঘুমুতে পারতেন না। এখন আর সেই ভয়ও থাকবে না।
ঘর হস্তান্তরের সময় জেলা প্রশাসক শরীফুল ইসলাম জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন, পাঁচবিবি পৌর সভার মেয়র হাবিবুর রহমান হাবিব, ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন উপস্থিত ছিলেন।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর