জয়পুরহাটে ঈদের জামাত কখন কোথায়

সময়: 1:34 pm - July 20, 2021 | | পঠিত হয়েছে: 165 বার

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপনের জন্য জেলায় স্বাস্থ্যবিধি পালনসহ কয়েকদফা নির্দেশনা পালনের নিমিত্তে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যেরমধ্য দিয়ে ঈদগাহে আগামীকাল বুধবার  ঈদুল আযহার নামাজ আদায় করা হবে।

করোনা প্রাদুূর্ভাবের কারণে ধর্মমন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী  জয়পুরহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহে। এখানে দুটি জামাত সকাল  ৭ টায় প্রথম  এবং  ৮ টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।  জেলার বিশিষ্ট জনেরা এখানে নামাজ আদায় করবেন । জয়পুরহাট চিনিকল জামে মসজিদে সকাল ৭ টা ও ৮ টায় দু’টি জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়াও  কালেক্টরেট ঈদগাহে , কাশিয়াবাড়ী ঈদগাহে , তালীমূল ইসলাম একাডেমি স্কুল এন্ড কলেজ মাঠে , পুলিশ লাইনস মাঠে, খনজনপুর খানকা শরীফ মসজিদ মাঠে, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় আহলে হাদিস মসজিদ মাঠে , তেঁতুলতলী , হাতিল বুলুপাড়া  ও করিমনগর লালবাজার ঈদগাহসহ জেলার পাঁচ উপজেলাতে মোট ২ শ ৩৩ টি মসজিদ ও ঈদগাহে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর