নারী ব্যাংক কর্মকর্তার আপত্তিকর ভিডিও ছড়ানোয় ছাত্র গ্রেফতার

সময়: 9:52 pm - August 23, 2021 | | পঠিত হয়েছে: 197 বার

রাজশাহীর বাগমারায় নারী ব্যাংক কর্মকর্তার (৩২) আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে মুরাদ হোসেন (২১) নামের এক কলেজছাত্রকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মুরাদ হোসেন উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বীরকুৎসা এলাকার বাসিন্দা ও নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের সম্মান শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ বলছে, ওই নারী ব্যাংক কর্মকর্তার গোসলের দৃশ্য গোপনে মোবাইল ফোনে ধারণ করেন আবদুল আলিম নামের স্থানীয় এক যুবক। পরে সেটি তার বন্ধু কলেজছাত্র মুরাদ হোসেনকে দেন।

পরে মুরাদ হোসেন ওই ভিডিও ভুক্তভোগী নারীর কাছে পাঠিয়ে মোটা অংকের অর্থ দাবি করেন। টাকা না দিলে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় মুরাদ।

কিন্তু ওই নারী ব্যাংক কর্মকর্তা তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে ক্ষিপ্ত হয়ে মুরাদ ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

রোববার (২২ আগস্ট) রাতে ওই নারীর স্বামী বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে দুই তরুণের নামে বাগমারা থানায় মামলা করেন। পুলিশ অভিযোগ পেয়ে রাতেই মুরাদ হোসেনকে গ্রেফতার করে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় একজনকে গ্রেফতার করে আদালতে নেওয়া হয়েছে। অপর আসামি পলাতক রয়েছে। তাকেও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর