র্যাবের অভিযানে নকল-মেয়াদোত্তীর্ণ প্রসাধনী জব্দ
বগুড়ার কলিন্স কসমেটিক্সের কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল এবং মেয়াদোত্তীর্ণ প্রসাধনী জব্দ করেছে র্যাব-১২। সেই সঙ্গে কোম্পানির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের নারুলী এলাকার এই কারখানাটিতে অভিযান চালায় র্যাব।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস এবং র্যাব-১২-এর স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন।
অভিযান শেষে সোহরাব হোসেন বলেন, ‘আমরা গোপনে সংবাদ পাই কারখানাটিতে নকল পণ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ পণ্যে নতুন মোড়ক লাগিয়ে বাজারে সরবরাহ করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। কারখানাটি থেকে বিপুল পরিমাণ নকল এবং মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া গেছে। এছাড়া অনেক পণ্যের মোড়কে তারা উৎপাদন তারিখ দিয়ে রেখেছে ২০২২ সাল। এগুলো আমরা জব্দ করেছি। এছাড়া কলিন্স কসমেটিক্সের মালিক আব্দুল মমিন কলিন্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজশাহী বার্তা/admin