জয়পুরহাটে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন
সময়: 11:07 pm - September 9, 2021 | | পঠিত হয়েছে: 141 বার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন গ্রামীণ কাঁচারাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করেন জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু। বৃহস্পতিবার দিনব্যাপী এসব কাজের উদ্বোধন করেন তিনি। উপজেলার সাড়ে ৬ কিঃমিঃ এ রাস্তাগুলোর নির্মাণের ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ কোটি টাকা।
সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে সংসদ সদস্য সামছুল আলম দুদু বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে নিরলস প্রয়াস চালাচ্ছে।
ইতোমধ্যে বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে বিশ্বব্যাপী উন্নয়নের ‘রোল মডেল’ হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে, ইনশাল্লাহ।
এ সময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন আঙ্গুর, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, উপজেলা আ.লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, বাগজানা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন উপস্থিত ছিলেন ।