রাজশাহীতে আবাসিক হোটেল থেকে ১৬ নারী-পুরুষ গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে র্যাব। সেখান থেকে ৭ নারীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
নগরীর সাহেববাজার স্বর্ণকারপট্টি এলাকার এই হোটেলটির নাম ‘ওয়েলকাম’। সেখানে দীর্ঘদিন ধরেই অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ আছে।
র্যাবের হাতে গ্রেপ্তার সাত নারী ছাড়া অন্যরা হলেন- মো. আমিনুল (৩৮), আসাদ আলী ওরফে সুজন (৩০), মো. স্বাধীন (২৮), গোলাম রব্বানী ওরফে বাপ্পি (৩৫), সুজন চন্দ্র দাস (৩২), মো. শহিদুল (২২), মোকলেছুর রহমান (৪৮), নসিব আলী (২৫) ও মো. শাহিন (৩৩)।
র্যাব জানিয়েছে, হোটেলটি থেকে জন্মনিরোধক সামগ্রীসহ নানা কিছু জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নগদ এক লাখ ৯ হাজার ২০ টাকা। গ্রেপ্তার সবার বিরুদ্ধে মানবপাচার আইনে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলাও করা হয়েছে।
রাজশাহী বার্তা/admin