যে কারণে উর্দু শিখেছেন মিথিলা

সময়: 6:50 pm - March 10, 2020 | | পঠিত হয়েছে: 62 বার

গত বছর থেকেই বিচ্ছেদ-প্রেম আর ফের বিয়ের ইস্যুতে খবরের শিরোনামে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রাফিয়াথ রশীদ মিথিলা।

 

ভারতের চিত্রপরিচালক সৃজিতকে বিয়ে করে সোশ্যাল মিডিয়াজুড়ে আলোচনার তুঙ্গে ছিলেন তিনি।

 

অভিনয়ের বিষয়টি ছাপিয়ে যায় মুখরোচক সেসব গল্পে। এবার পাকিস্তানের মাতৃভাষা উর্দু শিখে ফের আলোচনায় এলেন তিনি।

 

এই কয়দিন খুব মনযোগ দিয়ে উর্দুকে ধাতস্থ করলেন মিথিলা।

 

হঠাৎ উর্দু শিখলেন কেন মিথিলা?

 

জানা গেছে, তা কেবল চিত্রনাট্যের প্রয়োজনেই।

 

‘একাত্তর’ শীর্ষক মুক্তিযুদ্ধভিত্তিক ওয়েব সিরিজ করেছেন তিনি। যেখানে পাকিস্তানি সাংবাদিকের চরিত্রে দেখা যাবে তাকে।

 

ওয়েব সিরিজটির নির্মাণ ও মুক্তির বিষয়ে বৃহস্পতিবার রাজধানীর একটি সেমিনার হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

সেখানে মিথিলা বলেন, ‘বিয়ের পর এই ওয়েব সিরিজ দিয়েই নিয়মিত অভিনয়ে ফিরছি। এখানে রুহি নামে এক পাকিস্তানি সাংবাদিকের চরিত্রে অভিনয় করছি। সেখানে আমি পাকিস্তানি আর্মি মেজর ওয়াসিমের স্ত্রী।’

 

তিনি বলেন, ‘এই চরিত্রে অভিনয় করতে গিয়ে আমাকে অনেক কষ্ট হচ্ছে। উর্দু ভাষা শিখছি। অনেক রিহার্সেল করতে হয়েছে প্রতিটি শটের আগে। আশা করি সবার ভালো লাগবে সিরিজটি।’

 

জানা গেছে, পাকিস্তানি আর্মি মেজর ওয়াসিম চরিত্রে অভিনয় করেছেন ইরেশ জাকের, পাকিস্তানি আর্মি ক্যাপ্টেন সিরাজ চরিত্রে মোস্তাফিজুর নূর ইমরান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জয়িতার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা।

 

স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ নির্মাতা প্রতিষ্ঠান ‘হইচই’-এর ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘একাত্তর’ ওয়েব সিরিজটি।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর