পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড
রাজশাহীর পুঠিয়া উপজেলার উজালপুর ও সাতবাড়িয়া এলাকায় কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রসাশন। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওলিউজ্জামান এই অভিযান পরিচালনা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান জানান, উজালপুরে অভিযান চালিয়ে পুকুর খনন বন্ধে ব্যবহৃত ভেকু মেশিন অকেজো করা হয়েছে। এবং সাতবাড়িয়ায় অভিযান চালিয়ে কৃষি জমি খনন করে মাটি ইট ভাটায় ব্যবহারের উদ্দেশ্যে পরিবহনের সময় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তৈরি রাস্তা নষ্ট করায় দোয়েল ব্রিকস ফিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। তারা ভাটায় ব্যবহৃত মাটি সাতবাড়িয়া সংলগ্ন নাটোর নলডাঙ্গা উপজেলার অন্তর্গত পুকুর থেকে সংগ্রহ করে নিয়ে আসছিল।
রাজশাহী বার্তা/admin