আমি শুধু স্বপ্ন দেখাই না, বাস্তবায়নও করিঃ মেয়র লিটন

সময়: 7:00 pm - March 10, 2020 | | পঠিত হয়েছে: 145 বার

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, নির্বাচনের আগে আমি বলেছিলাম রাজশাহীতে ফ্লাইওভার হবে, প্রস্তক রাস্তাঘাট হবে, ব্যাপক উন্নয়ন হবে। বতর্মানে নগরীতে দুইটি ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে। মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহীর সার্বিক উন্নয়নে ইতোমধ্যে প্রায় তিন হাজার কোটি টাকা অনুমোদন দিয়েছেন। এই প্রকল্পের মধ্যে ৬টি ফ্লাইওভারও আছে। আমি শুধু স্বপ্ন দেখাই না, স্বপ্ন বাস্তবায়নও করি। আপনারা সবাই পাশে থেকে আমাকে সহযোগিতা করুন।

আজ মঙ্গলবার বিকেল নগরীর সমবায় মার্কেটের পাশে আল আকসা ইয়াদ উদ্দিন গোল্ডেন টাওয়ার এর নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষ্যে দোয়া মাহফিলে এসব কথা বলেন মেয়র।

 

প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরো বলেন, আমাদের মহানগরী প্রাচীণ নগরী হলেও এর আয়তন ছোট। তাই মহানগরীর আয়তন বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠনো হয়েছে। এটি অনুমোদিত হলে প্রায় চারগুন বৃদ্ধি পাবে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়তন। পাশাপাশি সুযোগ-সুবিধাও বৃদ্ধি করা হবে।

 

দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন রাজশাহী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপারস এ্যাসোসিয়েশনের  (রেডা) সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী। আরো বক্তব্য দেন রেডা সভাপতি তৌফিকুর রহমান লাবলু। উপস্থিত র্ছিলেন রাসিক মেয়রের একান্ত সচিব মোঃ আলমগীর কবির, রেডার ভাইস চেয়ারম্যান সালেহ উর রহমান, আশরাফুল ইসলাম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুঠিয়া ডিগ্রি কলেজর অধ্যাপক ও চৌরঙ্গী জামে মসজিদের খতিব আবুল কালাম আজাদ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর