মাছ-মাংস স্বস্তি দিলেও চোখ রাঙাচ্ছে লেবু-শসা!

সময়: 2:31 pm - March 12, 2024 | | পঠিত হয়েছে: 41 বার

রমজানের প্রথম দিনে নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি মিলেছে। দাম কমেছে মাছ ও মাংসসহ বেশকিছু নিত্যপণ্যের। তবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে অতিপ্রয়োজনীয় খেসারি, লেবু ও শসাসহ কয়েকটি পণ্যের দাম। বড় সাইজের প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ১০০ টাকা পর্যন্ত।

মঙ্গলবার (১২ মার্চ) রাজধানীর কারওয়ানবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বিক্রেতার জানান, প্রথম রোজা হওয়ায় সকাল থেকে বাজারে ক্রেতা উপস্থিতি কম। তাই দাম কমেছে মাছ, মাংস ও সবজির।

কেজিতে ১০ টাকা কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম; যা বিক্রি হচ্ছে যথাক্রমে ২২০ ও ২৩০ টাকায়। এছাড়া সব ধরনের মাছেই কেজিতে ২০ থেকে ৫০ টাকা কমেছে দাম।

ক্রেতারা জানান, বাজারে অস্বাভাবিকভাবে বাড়ছে লেবুর দাম। প্রতি পিস লেবু বিক্রি হচ্ছে ২৫ টাকা পর্যন্ত। আর প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৮০-১২০ টাকায়।

এদিকে, মুদি বাজারে সব পণ্যের বাড়তি দামে স্থিতি থাকলেও সংকট সিন্ডিকেটে ঊর্ধ্বমুখী খেসারির দাম; বিক্রি হচ্ছে ১৩৫ টাকা কেজিতে।

সবজি বাজারে বেগুনের দাম কমেছে কেজিতে ৫-১০ টাকা; আর পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

রাজশাহী বার্তা/Rahim

এই বিভাগের আরও খবর