ইরাকে সেনা নিহতের জবাবে যুক্তরাষ্ট্রের হামলা শুরু

সময়: 2:29 pm - March 13, 2020 | | পঠিত হয়েছে: 161 বার

ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলার জবাবে ইরানপন্থী মিলিশিয়া ঘাঁটি ও বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

 

 

বুধবার (১২ মার্চ) ইরাকের উত্তর বাগদাদে যুক্তরাষ্ট্রের তাজি সামরিক ঘাঁটিতে ব্যাপক রকেট হামলায় দুই মার্কিন সেনা এবং এক ব্রিটিশ সেনা নিহতের জেরে পাল্টা হামলা শুরু করল যুক্তরাষ্ট্র।

আল জাজিরার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার কাতাইব হিজবুল্লাহর ৫টি অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সেনারা। বৃহস্পতিবার সন্ধ্যায় দেয়া বিবৃতিতে পেন্টাগন জানান, এসব স্থাপনার মধ্যে তাদের অস্ত্রাগারগুলো আছে, যেখান থেকে নেওয়া অস্ত্র ব্যবহার করেই যুক্তরাষ্ট্র ও জোট বাহিনীর ওপর হামলা হয়। আমাদের পাল্টা হামলা ছিল আত্মরক্ষামূলক, সমানুপাতিক এবং ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলোর হুমকির সরাসরি প্রতিক্রিয়া।

এর আগে বুধবার তাজি সামরিক ঘাঁটিতে ১৮টি কাতিউশ রকেট আঘাত হানে। এতে দুই মার্কিন ও এক ব্রিটিশ সেনা নিহত হন। ইরানপন্থি মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর