ভারতে করোনারোধে চলছে ১৪ ঘণ্টার জনতা কারফিউ
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বিস্তার রোধে ভারতে রোববার ১৪ ঘণ্টার জনতা কারফিউ শুরু হয়েছে। যেখানে এখন পর্যন্ত ৩১৫ জন প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন।
গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নাগরিকদের সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জনতা কারফিউ পালনের ডাক দিয়েছেন।
মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের সক্ষমতার মূল্যায়নে এটাকে গুরুত্বপূর্ণ পরীক্ষা বলে আখ্যায়িত করেন তিনি। ভাষণে মোদী বলেছেন, একজোট হয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। মানব সভ্যতা এখন সংকটে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও দেশ অনেক বেশি করোনাভাইরাসের গ্রাসে পড়েছে।
তিনি বলেন, দুটি বিশ্বযুদ্ধেও এত দেশ জড়িয়ে পড়েনি। বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াবহ পরিস্থিতি । গভীর সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ। ‘আজ আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আমরা নিজেরা সংক্রামণ থেকে বাঁচব, অন্যদেরও বাঁচাব। এর জন্য দেশবাসীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
মোদি বলেন, বহু মানুষকে আইসোলেশনে রেখে পরিস্থিতির মোকাবেলা করা হচ্ছে। আমাদের সবার উচিত সতর্ক থাকা, আপনারা এ দিক সে দিক ঘুরে বেড়াবেন, আর করোনা থেকে বাঁচবেন, এটি সম্ভব নয়।
রাজশাহী বার্তা/admin