পাবনার চাটমোহরে দোকান ভাড়া মওকুফ করে দিলেন কৃষক!

সময়: 10:20 pm - April 10, 2020 | | পঠিত হয়েছে: 168 বার

করোনাভাইরাসের থাবায় যখন জনজীবন থমকে দাঁড়িয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দুর্বিষহ দিন কাটাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঠিক এমন সময় সেই সব ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা চিন্তা করে দোকান ভাড়া মওকুফ করলেন একজন মার্কেট মালিক।

পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী বাজারের দোকান ভাড়া মওকুফ করার মানবিক মানুষটির নাম মুসা প্রামাণিক। তার বাড়ি কাটাখালী উত্তরপাড়া গ্রামে। পেশায় তিনি কৃষক।

জানা গেছে, কাটাখালী বাজারে রয়েছে মুসা প্রামাণিকের একটি ছোট্ট মার্কেট। আল আমিন নামের ওই মার্কেটে দোকান মোট পাঁচটি। তার মধ্যে ভাড়া দেয়া দোকান তিনটি। প্রতিটি দোকানের মাসিক ভাড়া ১ হাজার ২০০ টাকা।

করোনার কারণে ইতিমধ্যে কাটাখালী পুরো গ্রামকে লকডাউন করে প্রশাসন। এমন পরিস্থিতিতে বাজারের বেশিরভাগ দোকান বন্ধ থাকায় বিপাকে পড়েন ওই মার্কেটের ক্ষুদ্র তিনজন ব্যবসায়ী। তাদের দুর্ভোগের কথা চিন্তা করে মার্চ মাসের দোকান ভাড়া মওকুফ করার ঘোষণা দেন মার্কেট মালিক মুসা প্রামাণিক। যদি করোনা পরিস্থিতি আরও দীর্ঘায়িত হয় সে ক্ষেত্রে এপ্রিল মাসের ভাড়াও মওকুফ করা হতে পারে।

এ বিষয়ে মার্কেট মালিক মুসা প্রামাণিক বলেন, করোনার কারণে ওরা দোকান খুলতে পারেনি, ব্যবসা করতে পারেনি। সে জন্য আমিও তাদের মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিয়েছি। পরে করোনা পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেব। আমি গরীব মানুষ, এর চয়ে বেশি কিছু করার সাধ আমার তো সাধ্য নেই।

মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ী চা স্টল মালিক হাসিনুর রহমান বলেন, মুসা ভাই একজন গরীব মানুষ হিসেবে যে উদারতার পরিচয় দিয়েছেন তা এই মুহূর্তে আমাদের খুবই উপকার হল। তাকে দেখে অন্য মার্কেট মালিকও যেন ভাড়া মওকুফ করায় উদ্বুদ্ধ হয় এমন আহ্বান জানাই।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর