যৌন উত্তেজক ওষুধ সেবন করে মৃত্যু

সময়: 10:13 pm - April 10, 2020 | | পঠিত হয়েছে: 303 বার

বেশীরভাগ মানুষ জানেন না যে শারী’রিক মি’লনের মাঝপথে অনেকের মৃ’ত্যু হয়। এ সময়ে গুরুতর আহত হন অনেকেই। তবে এ ব্যাপারটা নিয়ে আলোচনা এবং সচেতনতা দুটোই কম।

আমেরিকার সেন্টার ফর ডিজিজ কনট্রোল অ্যান্ড প্রিভেনশনে গেলে আপনি জানতে পারবেন “এক্সপোজার টু সানলাইট” বা সূর্যের আলোর কারণে কত মানুষের মৃ’ত্যু হয়েছে। কিন্তু যৌ’ন মিলনের কারণে কারা আহত বা নি’হত হয়েছেন, তার সঠিক পরিসংখ্যান কোনোভাবেই জানা যায় না।

এ সময়ে কত মৃ’ত্যু হয়, সেটার ব্যাপারে সঠিক তথ্য নেই কোথাও। কিন্তু একজন মানুষ যখন অস্বাভাবিক যৌ’নমিলনে লিপ্ত হয় তখন সেটি তার জন্যে আনন্দের বদলে মৃ’ত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। আসুন জেনে নেই এমনই একটি ঘটনা।

নতুন বান্ধবীকে খুশি করতে যৌ’ন উত্তে’জক ওষুধ সেবন করেছিলেন তিন সন্তানের জনক এক নাইজেরিয়ান। কিন্তু ওষুধ খাওয়ার পর টানা লি’ঙ্গোত্থান এবং বী’র্যপাত না হওয়ার চাপ সইতে না পেরে মৃ’ত্যুর কোলে ঢলে পড়লেন! স্যামসন নামে ৩০ বছর বয়সী ওই ব্যক্তিকে দেশটির ডেল্টা স্টেটের একটি হোটেল কক্ষে মৃ’ত অবস্থায় পাওয়া যায়।

নাইজেরিয়ান গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো মতে, স্যামসন ম্যান’পাওয়ার নামের একটি ওষুধ সেবন করেছিলেন। ওষুধটি ভা’য়াগ্রার মতোই প্রভাব ফেলে। পাঞ্চ নামের একটি নিউজ ওয়েবসাইটে বলা হয়েছে, বান্ধবীর সঙ্গে দীর্ঘ সময় ধরে স’ঙ্গম করার পর তিনি বী’র্যপাত ঘটাতে ও লি’ঙ্গোত্থান থামাতে পারছিলেন না। আর এই টানা লি’ঙ্গোত্থানের চাপ সামলাতে না পেরেই তার মৃ’ত্যু হয়। তিনি ওষুধটির ক্ষমতায় পরাভুত হয়েছিলেন। আর এই প্রথম তিনি এ ধরনের ওষুধ সেবন করেন।

এর আগে তিন মাস ধরে তিনি ওই বান্ধবীকে বিছানায় নেওয়ার জন্য পটানোর চেষ্টা করছিলেন তিনি। ঘটনার দিন ওই বান্ধবীকে হোটেল কক্ষে নিয়ে যাওয়ার আগে তারা দুজন একটি বি’য়ার পার্লারে বসে আড্ডা দিচ্ছিলেন। সে সময় স্যামসন যৌ’ন উত্তে’জক ওষুধ খেয়ে বান্ধবীকে সন্তুষ্ট করার পরিকল্পনা বিষয়ে গর্ব করছিলেন।

ওই বান্ধবীর সঙ্গে হোটেল কক্ষে যাওয়ার আগে স্যামসন প্রচুর ম’দও পান করেছিলেন। যদিও তিনি ম’দপানে অভ্যস্ত ছিলেন না। স্যামসনের মৃ’ত্যুর পর তার বান্ধবী হোটেল কক্ষ ছেড়ে পালিয়ে যায়।

পুলিশ তার লা’শ উদ্ধার করার পর উগবোরিকোরো নামের একটি থানার মর্গে নিয়ে রেখেছে। স্যামসনকে যথাযথভাবে দা’ফন করা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে তার পরিবার। এ বিষয়ে স্যামসনের পরিবারের চূড়ান্ত সিদ্ধান্তের পরই পুলিশ তার লা’শ তার পরিবারের কাছে হস্তান্তর করবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর