রাজশাহীর বাঘায় কর্মহীনদের সবজি দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সময়: 10:58 pm - April 20, 2020 | | পঠিত হয়েছে: 228 বার

রাজশাহীর বাঘা উপজেলায় কর্মহীন দরিদ্র মানুষের জন্য সরকারিভাবে ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পক্ষ থেকে দেয়া হয়েছে সবজি।

সোমবার বিকালে উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় এই খাদ্য ও সবজি বিতরণ করেন।

জানা গেছে, বাঘা উপজেলার ৯০০ দরিদ্রদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারিভাবে ১০ কেজি চাল ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নিজস্ব অর্থায়নে ৮ কেজি করে সবজি বিতরণ করা হয়েছে। সবজির মধ্যে ছিল মিষ্টি কুমড়া, ডাটা, লাউ, আলু, পেঁয়াজ, রসুন, তেল, লবণ, করলা।

এ বিষয়ে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদেক কবীর বলেন, দুর্যোগের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকার কোনো মানুষ যেন কষ্টে না থাকে, সেই বিবেচনা থেকে সরকারের পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিজস্ব অর্থায়নে দেয়া সবজি বিতরণ করা হয়েছে। এগুলো বিতরণ অব্যাহত থাকবে।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, করোনাভাইরাসের কারণে সরকার সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। গৃহবন্দী মানুষদের খুব কষ্টে দিন যাচ্ছে। সরকারের পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা বাঘা ও চারঘাট উপজেলার নিম্ন আয়ের মানুষের মাঝে সবজি বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিত্তবান মানুষদের অসহায় দুস্থদের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর