রাজশাহী ল্যাবে আরও চারজনের করোনা শনাক্ত
রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার ৯৪ জনের নমুনা পরীক্ষা শেষে চার জনের করোনা পজেটিভ পাওয়া যায়। তবে আজকে রাজশাহী জেলার কোনো করোনা আক্রান্ত নতুন রোগী পাওয়া যায়নি। নতুন চার রোগী হলেন বগুড়ার তিনজন এবং একজন জয়পুরহাটের।
রামেক মেডিকেল কলেজ সূত্র নিশ্চিত করেছে। এদিন ৯৪ জনের নমুনা পরীক্ষা শেষে ৪ জনের পজেটিভ ধরা পড়ে বলেও সূত্রটি নিশ্চিত করেছে।
নতুন আক্রান্ত রোগীদের মধ্যে জয়পুরহাটের পুরুষ রোগীরে বয়স (৪৩), বগুড়ার তিনজনের মধ্যে এক যুবতির বয়স (২০), যুবকের বয়স (২৫) ও নারীর বয়স (৪৭)।
এ নিয়ে রাজশাহী বিভাগের মোট ২০ জনের করোনা শনাক্ত হলো জনের। রাজশাহী বিভাগের ৮ জেলায় এখন পর্যন্ত শুধু নাটোর ছাড়া বাকি সাত জেলায় করোন সংক্রমণ দেখা দেয়।
এর মধ্যে রাজশাহীর পুঠিয়া, মোহনপুর ও বাগমারায় মোট আটজনের করোনা সংক্রমণ দেখা দেয়। তবে পুঠিয়ায় করোনা সংক্রমিত রোগী রয়েছে পাঁচজন। এর বাইরে জয়পুরহাটে আজকেসহ সংখ্যা দাঁড়ালো ৩ জন, নওগাঁয় একজন, বগুড়ায় চারজন, পাবনায় দুইজন ও সিরাজগঞ্জে একজন করে করোনার রোগী ধরা পড়ে।
রাজশাহী বার্তা/admin