করোনার ‘হটস্পট’ থেকে রাজশাহীতে আরও ২৮ জন
দেশে করোনা ছড়ানোর হটস্পট হিসেবে খ্যাত ঢাকা-নারায়নগঞ্জ থেকে লোকজন রাজশাহীতে আসা থামছে না। গত ২৪ ঘন্টায় ঢাকা ও নারায়নগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে রাজশাহী এসেছেন ৩৩ জন। এর মধ্যে ঢাকা ও নারায়নগঞ্জ থেকে এসেছেন ২৮ জন। নতুন রাজশাহীতে আসা ৩৩ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। এ নিয়ে রাজশাহীতে বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ৩৫২ জন।
জানা গেছে, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত আটজনের সাতজনই এসেছেন ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুর থেকে। অপরজনের ছেলে এসেছেন ঢাকা থেকে। ফলে বাহির থেকে আসা মানুষদের মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কা রয়েছে এ জেলায়। ফলে অন্য জেলা থেকে আসা লোকজনকে খুঁজে বের করে কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা করছে পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা।
জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ঢাকা থেকে এসেছেন ২২ জন, নারায়নগঞ্জ থেকে ৬ জন, কুষ্টিয়া থেকে একজন, চট্রগ্রাম থেকে একজন, চাঁপাইনবাবগঞ্জ থেকে একজন। এছাড়াও স্থানীয় একজন ও মালোশিয়া থেকে এসেছেন একজন। এদের মধ্যে রাজশাহী নগরে রয়েছেন ১০ জন, বাগমারায় ১৬ জন, তানোরে ৭ জন। বাহির থেকে আসা সবার নমুনা সংগ্রহ করে করে পরীক্ষা করা হবে বলে জানিয়েছে সিভিল সার্জন ডা. এনামুল হক।
তিনি জানান, রাজশাহী এ পর্যন্ত এক হাজার ৬৪০ জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়। এর মধ্যে এক হাজার ২৮৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ৩৫২ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন আটজন।
আক্রন্তদের মধ্যে সাতজনকে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে একজনকে রাজশাহী সংক্রমক ব্যাধি হাসপাতালে করোনা ওয়ার্ডে রাখা হয়েছে। বাকিরা নিজ নিজ বাড়ে আইসোলেশনে চিকিৎসাধীন। আক্রান্তদের মধ্যে রাজশাহীর পুঠিয়া উপজেলার পাঁচজন, বাগমারার একজন ও মোহনপুরে একজন ও বাঘার একজন। তাদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন পুরুষ।
রাজশাহী বার্তা/admin