রাজশাহীর তানোরে প্রশাসনের নির্দেশ অমান্য করে দূরত্ব ছাড়াই চলছে ঈদ বাজার
সারোয়ার হোসেন, তানোর : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস সংক্রমণের ছোবল থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে যখন সরকার স্কুল কলেজ থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। এমনকি ঈদকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে বাজার হাট খোলার জন্য সময় পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে। তার পরেও সরকারের নির্দেশ উপেক্ষা করে রাজশাহীর তানোরে কিছু অসাধু ব্যবসায়ীর নেপথ্যে চলছে মার্কেট গুলোতে দূরত্ব বজায় না রেখে ঈদের কেনাকাটার ধুম। দেখে মনে হচ্ছে দেশে কোন বড় ধরনের বিয়ে হবে সেজন্য সবাই উপচে পড়া ভিড় জমিয়ে মার্কেট করছেন ক্রেতারা। অথচ দেশে এতবড় একটা মহামারি চলছে সেটা যেন কারো মনেই নেয়। এই ছুয়াচে মরন প্রাণঘাতি করোনা ভাইরাসের কারনে প্রতিদিন দেশে এত মানুষ মারা যাচ্ছে তার পরেও করোনা ভাইরাসের তুয়াক্কা না করে মানুষের কমতি নেই বাজার হাটে। আজ(গতকাল) শনিবার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে মার্কেট গুলোতে দেখা গেছে ঈদকে সামনে রেখে বাজার করতে আসা ক্রেতাদের এমন উপচে পড়া ভিড়। তানোর গোল্লাপাড়া বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী হাফিজুর ইসলাম বলেন, ঈদের আর মাত্র কয়েক দিন বাকি তাই শেষ সময়ে একটু বেশি ভিড় হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে দোকান খোলার সময় বেধেঁ দেয়ায় এ ভিড় হচ্ছে। ঈদকে সামনে রেখে তানোর গোল্লাপাড়া বাজারে মার্কেট করতে আশা বেশ কয়েকজন ক্রেতা জানান, একদিকে করোনা ভাইরাস মহামারি চলছে তার ভিতরে আবার সামনে ঈদ। আর ঈদ মনেই আমাদের বড় উৎসব। তাই ঈদ আসলেই ছোট বড় সবাই নতুন জামা কাপড়ের বায়না ধরেন। যেন নতুন জামা কাপড় ছাড়া ঈদ মনেই হয়না পরিবারের সদস্যদের বলে ক্রেতারা আরো বলেন, প্রশাসনের পক্ষ থেকে দোকান খোলার সময় ও দোকানে আসা ক্রেতাদের জন্য হাত ধুয়ার ব্যবস্থা রাখা ছাড়াও দূরত্ব বজায় রেখে ব্যবসায়ীদের ব্যবসা করতে বলা হলেও কোন মার্কেটে মানা হয়নি প্রশাসনের দেয়া নির্দেশ যা অত্যন্ত দুঃখ জনক।
তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতি সভাপতি ও বিশিষ্ট কাপড় ব্যবসায়ী সারোয়ার জাহান বলেন, বারবার করে বলার পরেও কিছু অসাধু মোনাফা লোভী ব্যবসায়ীরা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে দিনরাত চালাচ্ছেন দোকান পাট। তার পরেও নেই কোন দূরত্ব বজায় এমনকি কাস্টমারদের জন্য নেই কোন পরিস্কার পরিছন্ন হওয়ার ব্যবস্থা। এতে করে যেকোন সময় মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা করছেন তিনি বলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য প্রশাসনের উদ্ধোর্তন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।
রাজশাহী বার্তা/admin