রাজশাহী বিভাগ সম্পর্কে সব গুরুক্তপূর্ণ তথ্য

সময়: 2:40 pm - May 23, 2020 | | পঠিত হয়েছে: 1062 বার
rajshahi

রাজশাহী বিভাগ বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল। ১৮,১৫৪ বর্গ কিঃমিঃ আয়তন বিশিষ্ট এই বিভাগ ৮টি জেলা, ৬৬টি উপজেলা এবং ৫৬৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। ১৮২৯ খ্রিষ্টাব্দে উত্তরবঙ্গের বিশাল অংশ নিয়ে একটি বিভাগ গঠিত হয়েছিল।

সে সময় এর সদর দফতর ছিল ভারতের মুর্শিদাবাদ। ৮টি জেলা নিয়ে এই বিভাগটি গঠিত হয়েছিল। জেলাগুলো ছিলঃ মুর্শিদাবাদ, মালদাহ, জলপাইগুড়ি, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা ও রাজশাহী। কয়েক বছর পর বিভাগীয় সদর দপ্তর বর্তমান রাজশাহী শহরের রামপুর-বোয়ালিয়া মৌজায় স্থানান্তরিত হয়েছিল। পরবর্তীতে ১৮৮৮ সালে বিভাগীয় সদর দপ্তর ভারতের জলপাইগুড়িতে স্থানান্তরিত হয়।

আয়তন ১৮,১৫৪ বর্গ কিলোমিটার
জনসংখ্যা পুরুষ: ৯২,৫৭,০০০ জন

মহিলা: ৯২,২৮,০০০ জন

মোট: ১,৮৪,৮৫,০০০ জন

জেলার সংখ্যা ৮টি (রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট)
সিটি কর্পোরেশনের সংখ্যা ০১টি
সংসদীয় আসন সংখ্যা ৩৯টি
উপজেলার সংখ্যা ৬৭টি
পৌরসভার সংখ্যা ৫৯টি
ইউনিয়নের সংখ্যা ৫৬৪টি
তাপমাত্রা সর্বোচ্চ: ৪৪ ডিগ্রী (গ্রীষ্মকাল), সর্বনিম্ন: ৪ ডিগ্রী (শীতকাল)
সীমান্তবর্তী জেলা রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট
প্রধান প্রধান নদী পদ্মা, যমুনা, আত্রাই, মহানন্দা, করতোয়া

জেলার সংখ্যা: ৮টি, উপজেলার সংখ্যা: ৬৭টি, ইউনিয়নের সংখ্যা: ৫৬৩টি

রাজশাহী ০১।পবা ৮টি
০২।চারঘাট ৬টি
০৩।বাঘা ৬টি
০৪।পুঠিয়া ৬টি
০৫।তানোর ৭টি
০৬।মোহনপুর ৬টি
০৭।দূর্গাপুর ৭টি
০৮।বাগমারা ১৬টি
০৯।গোদাগাড়ী ৯টি
নাটোর ০১।নাটোর সদর ৭টি
০২।লালপুর ১০টি
০৩।বাগাতিপাড়া ৫টি
০৪।বড়াইগ্রাম ৭টি
০৫।গুরুদাসপুর ৬টি
০৬।সিংড়া ১২টি
০৭। নলডাঙ্গা ৫টি
নওগাঁ ০১।নওগাঁ সদর ১২টি
০২।আত্রাই ৮টি
০৩।রাণীনগর ৮টি
০৪।পত্নীতলা ১১টি
০৫।সাপাহার ৬টি
০৬।পোরশা ৬টি
০৭।মান্দা ১৪টি
০৮।মহাদেবপুর ১০টি
০৯।ধামইরহাট ৮টি
১০।বদলগাছী ৮টি
১১।নিয়ামতপুর ৮টি
চাঁপাইনবাবগঞ্জ ০১।চাঁপাইনবাবগঞ্জ সদর ১৪টি
০২।শিবগঞ্জ ১৫টি
০৩।ভোলাহাট ৪টি
০৪।গোমস্তাপুর ৮টি
০৫।নাচোল ৪টি
বগুড়া ০১।বগুড়া সদর ১১টি
০২।শাজাহানপুর ৯টি
০৩।শেরপুর ১০টি
০৪।ধুনট ১০টি
০৫।সারিয়াকান্দি ১২টি
০৬।গাবতলী ১১টি
০৭।সোনাতলা ৭টি
০৮।শিবগঞ্জ ১২টি
০৯।দুপচাচিয়া ৬টি
১০।কাহালু ৯টি
১১।আদমদীঘি ৬টি
১২।নন্দীগ্রাম ৫টি
জয়পুরহাট ০১।জয়পুরহাট সদর ৯টি
০২।পাঁচবিবি ৮টি
০৩।আক্কেলপুর ৫টি
০৪।ক্ষেতলাল ৫টি
০৫।কালাই ৫টি
পাবনা ০১।পাবনাসদর ১০টি
০২।সাঁথিয়া ১০টি
০৩।সুজানগর ১০টি
০৪।বেড়া ৯টি
০৫।ঈশ্বরদী ৭টি
০৬।ভাঙ্গুড়া ৫টি
০৭।ফরিদপুর ৬টি
০৮।চাটমোহর ১১টি
০৯।আটঘড়িয়া ৫টি
সিরাজগঞ্জ ০১।সিরাজগঞ্জ সদর ১০টি
০২।রায়গঞ্জ ৯টি
০৩।কাজিপুর ১২টি
০৪।তাড়াশ ৮টি
০৫।শাহজাদপুর ১৩টি
০৬।উল্লাপাড়া ১৪টি
০৭।কামারখন্দ ৪টি
০৮।বেলকুচি ৬টি
০৯।চৌহালী ৭টি
সর্বমোট ৬৭টি ৫৬৩টি

 

থানা, ওয়ার্ড ও সংক্ষেপে রাজশাহী জেলার পরিচিতিঃ

সীমানা : প্রমত্তা পদ্মার উত্তর ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা রাজশাহী মহনগরীর চতুপার্শ বেড়া দিয়ে আছে রাজশাহী জেলার পবা থানা। উত্তরে- মৌজা হড়গ্রাম জে এল নং ৪৩, মৌজা সড়কগ্রাম জে এল নং ১০৯, মৌজা মেহেরচন্ডি জে এল নং ১২০। দক্ষিণে- পদ্মা নদী । পূবে- মৌজা বুধপাড়া জে এল নং ১২৫, মৌজা মিজার্পুর জে এল নং ১১৯, মৌজা ডাঁশমারী জে এল নং ১৯৪। পশ্চিমে- মৌজা গোয়ালপাড়া জে এল নং ৪২, মৌজা হাড়ুপুর (আংশিক) জে এল নং ২১৬
আয়তন : ২৪০৭.০১ বর্গ কিলোমিটার
জলবায়ু : বাংলাদেশের অবস্থান ক্রান্তীয় অঞ্চলে বলে এখানকার আবহাওয়া নাতিশীতোষ্ণ
জনসংখ্যা : ২২,৭৪৩৪০ জন ( ২০০১ সালের আদমশুমারী )
পুরুষ ১১,৮১,০০০ জন
নারী  ১০,৯৩,৩৪০ জন
শিক্ষার হার : ৪৭.৪৩ (২০০১ সালের আদমশুমারী )
উপজেলা/থানা : ১৩ টি
উপজেলা : ৯টি
থানা      : ৪টি (আরএমপি)
উপজেলা : ১। পবা
২। গোদাগাড়ি
৩। তানোর
৪। মোহনপুর
৫। বাগমারা
৬। পুঠিয়া
৭। দুর্গাপুর
৮। বাঘা
৯। চারঘাট
থানা ( আরএমপি ) : ১। বোয়ালিয়া
২। রাজপাড়া
৩। শাহমখদুম
৪। মতিহার
ওয়ার্ড সংখ্যা : ৩০ টি
মহল্লা : ১৩৪ টি
জাতীয় সংসদের আসন : ৫ টি
কারাগার : ১ টি

রেলপথে : এই বিভাগের চাঁপাই নবাবগঞ্জ জেলা ব্যতীত সকল জেলাতেই আন্তঃনগর রেল চলাচল করে। চাঁপাই নবাবগঞ্জে রুটে শুধু লোকাল ট্রেন যাতায়াত করে। ঢাকার কমলাপুর রেলস্টেশন ও বিমানবন্দর রেলস্টেশন থেকে রাজশাহী বিভাগের সকল রুটের আন্তঃনগর রেল পাওয়া যায়।

ঢাকা হতে উত্তরবঙ্গ বা রাজশাহী বিভাগগামী আন্তঃনগর ট্রেনের সময়সূচীঃ

ট্রেন নং নাম বন্ধের দিন হইতে ছাড়ে গন্তব্য
৭০৫ একতা এক্সপ্রেস মঙ্গলবার ঢাকা ১০০০ দিনাজপুর
৭৫১ লালমনি এক্সপ্রেস শুক্রবার ঢাকা ২২১০ লালমনিরহাট
৭৫৩ সিল্কসিটি এক্সপ্রেস রবিবার ঢাকা ১৪৪০ রাজশাহী
৭৫৭ দ্রুতযান এক্সপ্রেস বুধবার ঢাকা ২০০০ দিনাজপুর
৭৫৯ পদ্মা এক্সপ্রেস মঙ্গলবার ঢাকা ২৩১০ রাজশাহী
৭৬৫ নীলসাগর এক্সপ্রেস সোমবার ঢাকা ০৮০০ চিলাহাটি
৭৬৯ ধূমকেতু এক্সপ্রেস শনিবার ঢাকা ০৬০০ রাজশাহী
৭৭১ রংপুর এক্সপ্রেস রবিবার ঢাকা ০৯০০ রংপুর
৭৭৬ সিরাজগঞ্জ এক্সপ্রেস শনিবার ঢাকা ১৭০০ সিরাজগঞ্জ
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর