নাচোলে প্রাইভেট কারসহ ফেনসিডিল জব্দ : গ্রেফতার ২

সময়: 9:59 pm - May 24, 2020 | | পঠিত হয়েছে: 150 বার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। অভিযানে ফেনসিডিল বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। আর এ সময় দুই যুবককে গ্রেফতার করা হয়। র‌্যাবের দাবী গ্রেফতার যুবকদ্বয় মাদক ব্যবসায়ী।

গ্রেফতারকৃতরা হলো- গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার প্রতাব শেলগাড়ী এলাকার মো. মফিজুল ইসলামের ছেলে মো. শফিকুল ইসলাম (২৮) এবং খুলনা জেলার রুপসা উপজেলার মহিষবাড়ি খালপাড় এলাকার মৃত আবুল কালামের ছেলে মো. লিটন মিয়া (২০)।

এ বিষয়ে র‌্যাব-৫ রাজশাহীর কো¤পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এ.টি.এম. মাইনুল ইসলাম রোববার বিকাল ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ভোর সাড়ে ৬টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার চেয়ারম্যানের মোড় এলাকায় অপারেশন পরিচালনা করে।

এ সময় সেখানে একটি প্রাইভেট কার তল্লাশি করলে গাড়ির ভেতর বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১ লক্ষ ৫৬ হাজার ৫ শত টাকা মূল্যের ৩১৩ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে প্রাইভেট কারে থাকা শফিকুল ও লিটনকে গ্রেফতার করা হয় এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে বিভিন্ন মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং আসামীদ্বয়ের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর