নওগাঁর নিয়ামতপুরে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
“ওরা আলো হয়ে উঠুক” এই শ্লোগানকে সামনে রেখে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আলোর পাঠশালা গুড়িহারী কামদেবপুর স্কুলের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, জাহিদ হাসান বিপ্লব ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
শিক্ষার্থীরা সুন্দর ও পরিপাটি ইউনিফর্ম পরে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ছিল। অধিকাংশই প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত পরিবারে বেড়ে উঠছে।
জয়া মারীয়া পেরেরা বলেন, আলোর পাঠশালায় লেখাপড়া শিখে তারা যেন নিজেরাই ‘আলো’ হয়ে উঠে। সে আলোয় সমাজের অন্ধকার দূর করে দেয়। আজ তারা প্রত্যেকে যেন প্রতিজ্ঞা করে একদিন তারাও অসহায় মানুষের পাশে দাতার ভূমিকায় দাঁড়াবে। অপরের পাশে দাঁড়ানোর মতো মানসিকতা এবং সামর্থ্য অর্জন করবে। এটাই প্রকৃত শিক্ষা।