১৮ হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছে শিবগঞ্জের জিকে ফাউন্ডেশন

সময়: 7:10 pm - June 11, 2020 | | পঠিত হয়েছে: 392 বার

মানবতা হোক মানুষের জন্য, মানবতা তখনই সর্বোৎকৃষ্ট পর্যায়ে অবস্থান করে যখন তা পরিপূর্ণভাবে যথার্থ স্থানে প্রয়োগ করা হয়। মানবিক সহায়তায় সে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গুলনাহার-কশিমুদ্দিন (জিকে) ফাউন্ডেশন।

করোনাকালের শুরু থেকে পুরো রমজান মাস ও ঈদ মিলে সর্বমোট ১৮ হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছে এ প্রতিষ্ঠানটি। এছাড়াও ঈদ পরবর্তী গত দুদিনেও তাদের সহায়তা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জিকে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দ মনিরুল ইসলাম।

১৮ হাজার পরিবারের মধ্যে ১১ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী শিবগঞ্জের ১৫টি ইউনিয়ন ও ৬ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয় শিবগঞ্জ পৌর এলাকায়। খাদ্যসামগ্রীর মধ্যে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ লিটার তেল, দুধ, সেমাই ও চিনি বিতরণ করা হয়।

শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দ মনিরুলের উপস্থিতে এসব খাদ্যসামগ্রী বিতরণকালে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অংশ নেন।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দ মনিরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠার পর থেকে শিবগঞ্জে বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তারই ধারাবাহিকতায় করোনাভাইরাসের কারনে মানুষ যখন ঘরে আবদ্ধ হয়ে পড়ে, তখন থেকেই আমরা সাহায্য সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি। জিকে ফাউন্ডেশন আগামীতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখবে বলেও তিনি জানান।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর