রাজশাহী বিভাগে আরও ২২৫ জন শনাক্ত, মৃত্যু ৪
গত ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগে আরো ২২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। দিন দুই জেলায় আরও চারজনের মৃত্যু হয়েছে। বিভাগে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২হাজার ৯৩০জন। যার মধ্যে বগুড়া জেলাতেই শনাক্ত হয়েছে ১ হাজার ৭০২জন।
আজ বুধবার (১৭ জুন) সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনেরই বাড়ি বগুড়া। আর একজনের বাড়ি নওগাঁ।
তিনি জানান, এই বিভাগে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২হাজার ৯৩০জন। এর মধ্যে মারাগেছেন ৩৮ জন। এছাড়া ২৪ ঘন্টায় ৩৭ জনসহ মোট সুস্থ্য ৬২০ জন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪২৮ জন। গত ২৪ ঘন্টায় ৮টি জেলার মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ১৮৬ জন রোগী শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগের ৫টি ল্যাবে করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় দুইটি, বগুড়া জেলায় দুইটি ও সিরাজগেঞ্জে একটি। এই ৫টি ল্যাবে বিভাগের ৮টি জেলার সন্দেভাজন করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা হচ্ছে। পাবনার ল্যবটি চালুর পর্যায়ে রয়েছে।
জানা গেছে, বিভাগের সর্বচ্চো আক্রন্ত রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭০২ জন। পরের অবস্থানে রয়েছে বিভাগের জয়পুরহাট জেলা। সেখানে শনাক্তের সংখ্যা ২৩৮জন। ২৩২ জন আক্রান্ত নিয়ে তৃতীয় অবস্থানে সিরাজগঞ্জ।
এছাড়া রাজশাহী জেলায় ১৫৬ ও চাঁপাইনবাবগঞ্জে ৮০ জন, নাটোরে ৯০ জন, নওগাঁয় ২২০ ও পাবনায় ২১২ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
রাজশাহী বার্তা/admin