যানবাহনের ফিটনেস-ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় বাড়লো
সময়: 12:33 am - June 23, 2020 | | পঠিত হয়েছে: 321 বার
জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা ডিসেম্বর মাস পর্যন্ত বর্ধিত করেছে সরকার।
সোমবার (২২ জুন) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বলে জানিয়েছেন এ বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের। এর আগে এ সংক্রান্ত বিষয়ে অর্থ বিভাগ গত ১৫ জুন সম্মতি দিয়েছে বলে জানায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, বিআরটিএ সড়ক পরিবহন মালিকদের উদ্দেশ্যে ব্যাপক প্রচারের মাধ্যমে আগামীতে খেলাপি যানবাহন মালিকদের আর কোনো সুযোগ দেওয়া হবে না মর্মে অগ্রিম ঘোষণা প্রচার করবে।
করোনা ভাইরাসের কারণে এর আগে জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস ছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র নবায়নের সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল।