রাজশাহী বিভাগে নতুন ৫২ জনের করোনা আক্রান্ত

সময়: 11:59 pm - August 24, 2020 | | পঠিত হয়েছে: 96 বার

রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে সোমবার (২৪ আগস্ট) ৫২ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৩ জনের বাড়ি রাজশাহী। বাকি ১৯ জনের বাড়ি নাটোর।

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে এ দিন শনাক্ত হয়েছেন ৩৪ জন। আর রামেক হাসপাতালে শনাক্তের সংখ্যা ১৮ জন। রাতে দুই ল্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে এ দিন ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রামেক হাসপাতালের নয়জন রোগী ও চারজন কর্মী, দুইজন র‌্যাব সদস্য এবং তিনজন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, তাদের ল্যাবে রাজশাহীর ৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া নাটোরের ৫২ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের রিপোর্ট করোনা পজিটিভ পাওয়া গেছে।

রাজশাহীর ১৫ জনের মধ্যে সাতজন রামেকে নমুনা দিয়েছিলেন। এছাড়া জেলার পবা উপজেলার একজন, মোহনপুরের তিনজন, পুঠিয়ার একজন এবং তানোরের তিনজনের করোনা শনাক্ত হয়েছে। নাটোরের ১৯ জনের মধ্যে ছয়জনের বড়ি লালপুর, চারজনের সদর, ছয়জনের সিংড়া এবং তিনজনের গুরুদাসপুর উপজেলা।

রাজশাহীতে এ নিয়ে মোট ৪ হাজার ৩৮৩ জনের করোনা শনাক্ত হলো। এদের মধ্যে ২ হাজার ৭৭০ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৩৮ জন। নাটোরে আক্রান্তের সংখ্যা ৮০৪ জন। এদের মধ্যে ৪৫৪ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। এ জেলায় এখন পর্যন্ত চারজনের প্রাণ নিয়েছে করোনা।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর