রাজশাহীর বাগমারাসহ ৩১টি উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন
রাজশাহীর বাগমারাসহ ৩১টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন, দুটি পাওয়ার প্ল্যান্ট, রাজশাহীসহ ১১টি গ্রিড সাব-স্টেশন, ছয়টি নতুন সঞ্চালন লাইনের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তাঁর মন্ত্রণালয়ের কার্যালয় থেকে অনুষ্ঠানে সংযুক্ত হন। মন্ত্রণালয়ের সচিব এবং ২৭টি জেলার জনপ্রতিনিধিরাও ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।
রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রান্তে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব মো. হুমায়ুন কবীর খোন্দকার, রাজশাহী রেঞ্জ ডিআইজি জনাব একেএম হাফিজ আক্তার, বিপিএম (বার), জেলা প্রশাসক জনাব আব্দুল জলিল, রাজশাহী জেলা পুলিশ সুপার জনাব মো. শহিদুল্লাহ, বিপিএম,পিপিএম, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব সালমা বেগম,পিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর রাজশাহীতে সুইচ চেপে বাগমারা উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও অতিথিবৃন্দ।
রাজশাহী বার্তা/admin