বগুড়ায় নারী ও শিশু নির্যাতনরোধে ভূমিকা রাখায় ১১ জনকে পুরস্কৃত
বগুড়ায় নারী ও শিশু নির্যাতনরোধে ভূমিকা রাখায় ১১ জনকে পুরস্কৃত করেছে জেলা পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে ওই ১১ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার পাওয়া ১১ জনের মধ্যে ৬ জন স্বেচ্ছাসেবী এবং ৫ জন জেলা পুলিশ কর্মকর্তা। ৫ জন পুলিশ কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তাপস কুমার পাল, গাবতলী সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির, সদর থানার নারী হেল্প ডেস্ক কর্মকর্তা রোজিনা খাতুন এবং কাহালু থানার গুলবাহার খাতুন।
অপরদিকে ৬ জন স্বেচ্ছাসেবীদের মধ্যে পুষ্পা খাতুন, মিতু খাতুন, জামিয়াল মুজাহিদ, মেহেদী হাসান, আতিকুর রহমান এবং হাবিবুর রহমান।
পুরস্কার বিতরণের আগে জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে নারী ও শিশু নির্যাতন বন্ধ করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শহীদুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এস এম কাওসার, ডা. শামস আরা বেগম, ইন্ডিপেডেন্ট টিভির উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, মাহফুজা ইসলাম, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলার শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, সদর থানার ওসি হুমায়ুন কবির, শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান, কাহালু থানার ওসি জিয়া লতীফুল, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আছলাম আলীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
রাজশাহী বার্তা/admin