বড়াইগ্রামে বরযাত্রীবাহী বাসে হামলা, আহত ৬

সময়: 2:39 pm - September 26, 2020 | | পঠিত হয়েছে: 74 বার

নাটোরের বড়াইগ্রামে তুচ্ছ ঘটনার জেরে বরযাত্রীবাহী দুটি বাসে হামলা হয়েছে। এতে ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তার নাম মন্তাজুর রহমান (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে উপজেলার উপলশহর গ্রামের এরশাদ আলীর ছেলে সৌরভকে বিয়ে করাতে দুটি বাসে করে পাশের গুরুদাসপুর উপজেলার মকিমপুর গ্রামে যাচ্ছিলেন বরযাত্রীরা। পথে রামকান্তপুরে রাস্তার পাশে একটি ট্রাক দাঁড়িয়ে থাকায় বাস দুটি রাস্তায় রাখা বালির উপর দিয়ে যাওয়ায় কিছু বালি নষ্ট হয়। এতে ক্ষিপ্ত হয়ে বালির মালিক একই গ্রামের শুকুর আলী তার ভাই ভাতিজাদের নিয়ে বাস দুটিতে হামলা করে।

হামলায় লাঠি ও ভাঙা কাচের আঘাতে ছয়জন আহত হন। তাদের মধ্যে উপলশহর গ্রামের মৃত দবির সরকারের ছেলে মন্তাজুরের অবস্থা গুরুতর। তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করেছে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা।

বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার এনামুল বলেন, এসআই জব্বারের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

রাজশাহী বার্তা/Durul Haque

এই বিভাগের আরও খবর