রাজশাহী মহানগরী হবে সন্ত্রাস ও মাদকমুক্ত: কমিশনার আবু কালাম সিদ্দিক
রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক বলেছেন, রাজশাহী মহানগরী হবে সন্ত্রাস ও মাদকমুক্ত। বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে যাবে।
মঙ্গলবার দুপুরে মহানগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মিলনায়তনে বিট পুলিশিং সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরএমপির কাশিয়াডাঙ্গা বিভাগ এ সভার আয়োজন করে।
কাশিয়াডাঙ্গা বিভাগের উপপুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম। অতিথি ছিলেন জেলার পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনসুর রহমান।
এ অনুষ্ঠানে অংশ নেন মহানগরীর কাশিয়াডাঙ্গা, কর্ণহার ও দামকুড়া থানা এলাকার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাশিয়াডাঙ্গা থানায় ৫টি, কর্ণহার থানায় ৮টি ও দামকুড়া থানায় ৮টিসহ মোট ২১টি বিটে ভাগ করা হয়েছে পুলিশকে। বিটসমূহে বিট অফিসারগণ স্থানীয় জনসাধারণকে বিভিন্ন আইনি সেবা এবং পরামর্শ প্রদান করছেন।