রাজশাহী বিভাগে একজনের মৃত্যু, নতুন পজিটিভ ২৬

সময়: 11:46 pm - October 6, 2020 | | পঠিত হয়েছে: 175 বার

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। সোমবার বিভাগের বগুড়ায় মারা যান তিনি। এ দিন বিভাগে নতুন ২৬ জন রোগী শনাক্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ৬৩ জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভাগে এখন মৃতের সংখ্যা বেড়ে ৩০৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ১৮৭ জন মারা গেছেন।

এছাড়া বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে রাজশাহীতে ৪৪ জন, নওগাঁয় ২১ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৩ জন এবং পাবনায় ১০ জন মারা গেছেন।

সোমবার নতুন শনাক্ত হওয়া ২৬ জনের মধ্যে রাজশাহীতে আটজন, নওগাঁয় একজন, নাটোরে দুইজন, বগুড়ায় ১৪ জন এবং সিরাজগঞ্জে একজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। সুস্থ হওয়া ৬৩ জনের মধ্যে ৩৫ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।

এছাড়া রাজশাহীতে ছয়জন, নওগাঁয় দুইজন, জয়পুরহাটে ছয়জন, বগুড়ায় আটজন এবং সিরাজগঞ্জ ও পাবনায় তিনজন করে করোনা জয় করেছেন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ২২০ জন।এদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ৪০৮ জন। বিভাগে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৪১৯ জন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর