শিবির নেতাকর্মীসহ আটক ২৪

সময়: 3:38 pm - February 21, 2020 | | পঠিত হয়েছে: 215 বার

বগুড়ায় শিবিরের ৯ নেতাকর্মী, রংপুরে ফেনসিডিলসহ একজন, নরসিংদীতে অস্ত্রসহ ১১ মামলার আসামি ও যশোরের কেশবপুরে যুবলীগ নেতাকে মারধরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শহরের সূত্রাপুর এলাকার একটি কোচিং সেন্টার থেকে বুধবার রাতে ছাত্রশিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এখানে তারা গোপন বৈঠক করছিলেন বলে পুলিশ অভিযোগ আনে। আটকরা হলেন ইসলামী ছাত্রশিবিরের সরকারি আজিজুল হক কলেজ শাখার শিক্ষা ও প্রশিক্ষণ বিষায়ক সম্পাদক আবদুল হাই সিদ্দিক, ফোকাস কোচিং সেন্টারের দপ্তর সম্পাদক ইউনুছ, শিবিরের শহর শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক জুয়েল রানা, শিবির কর্মী দেলওয়ার হোসাইন, এনামুল হক, তৌহিদুল ইসলাম, আল আমিন, আবদুর রহমান ও শিবিরের সাবেক নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম। বগুড়া সদর থানার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জিলালুর রহমান বলেন, তাদের কাছে কিছু দলীয় বই ও সরকারবিরোধী লিফলেট পাওয়া গেছে এবং তারা নাশকতার পরিকল্পনা করছিলেন। বৃহস্পতিবার আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি।

রংপুর : জেলার বদরগঞ্জে লবণ ও মশলার গুদাম থেকে বৃহস্পতিবার ৫ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় গুদামের ভাড়াটিয়া ব্যবসায়ী মশিউর রহমানকে আটক করা হয়। ফেনসিডিল ছাড়াও গুদামে সামান্য কিছু মশলা ও লবণ ছিল। সিআইডির পরির্দশক ফেরদৌস ওয়াহিদ বলেন, মশলা ও লবণের ব্যবসার আড়ালে মশিউর মাদকের ব্যবসা করতেন বলে সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। সিআইডির পুলিশ সুপার শাহরিয়ার রহমান বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নরসিংদী : নরসিংদীর বেলাবতে একটি দেশীয় তৈরি পাইপগান ও দুটি রাবার কার্তুজসহ আনোয়ার হোসেন ওরফে হাবিব নামে ১১ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার রাতে বেলাব থানার চর লতিফপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাবিব মনোহরদী উপজেলার জামালপুর গ্রামের মৃত কাজল মিয়ার ছেলে। বেলাব থানার ওসি ফখরুদ্দিন ভূইয়া জানান, থানার উপপরিদর্শক (এসআই) মীর সোহেল রানা ও সঙ্গীয় ফোর্স চর কাশিমনগর বাজারে অভিযান চালিয়ে অস্ত্রসহ হাবিবকে গ্রেপ্তার করে। এ ঘটনায় বেলাব থানায় মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।

কেশবপুর : যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলুকে মারধরের ঘটনায় উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়কসহ ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার রাতে ওই যুবলীগ নেতার ভাই উপজেলার হদ গ্রামের নাজমুল হুসাইন বাদী হয়ে মামলাটি করেছেন। পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি পূর্বশত্রুতার জের ধরে যুবলীগের ২০ থেকে ২২ জন নেতাকর্মী আবু সাঈদ লাভলুকে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আশঙ্কাজনক অবস্থায় খুমেক হাসপাতালে নেওয়া হয়। কেশবপুর থানার ওসি মোহাম্মদ আবু সাঈদ বলেন, এ মামলায় তিনজনকে আটক করা হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর