রাবির তিন শিক্ষককে প্রাণনাশের হুমকি

সময়: 12:47 am - January 18, 2021 | | পঠিত হয়েছে: 264 বার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষককে সম্প্রতি বেনামি চিঠিতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে তারা ভীতসন্ত্রস্ত হয়ে জীবনযাপন করছেন। এ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রোববার বিকালে সমিতির সাধারণ সম্পাদক ড. আশরাফুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

হুমকিপ্রাপ্ত শিক্ষকরা হলেন- ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মু. আলী আসগর, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. সুলতানুল ইসলাম টিপু ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। হুমকিপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে ড. আলী আসগর থানায় পৃথক দুটি জিডি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এর আগে অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মুহম্মদ ইউনুস, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. এস তাহের আহমেদ, সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. একেএম শফিউল ইসলাম লিলন ও ইংরেজি বিভাগের প্রফেসর ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী নির্মমভাবে খুন হন। এছাড়াও বিভিন্ন সময়ে আরও বেশ কয়েকজন শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুনকে ও ২৫ ডিসেম্বর ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষক ড. মু. আলী আসগরকে উড়ো চিঠির মাধ্যমে এ হুমকি দেওয়া হয়।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর