কাটাখালীর মাসকাটাদিঘী স্কুল মাঠে প্রতিবন্ধি ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ
রাজশাহী মহানগরের উপকণ্ঠ কাটাখালীতে আরএমপি কমিশনারের সহযোগিতায় মাসকাটাদীঘি উচ্চ বিদ্যালয় মাঠে কাটাখালী পৌরসভা এ অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার (১৭ জানুয়ারি) বিকেলেঅনুষ্ঠানে পৌর এলাকার এক হাজার নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
আবু কালাম সিদ্দিক বলেন, এরইমধ্যে রাজশাহী মহানগরকে কিশোর গ্যাংমুক্ত করা হয়েছে। কিশোর গ্যাংয়ের সদস্যদের ডাটাবেজ তৈরি করা হয়েছে। এখন মাদকের বিরুদ্ধে লড়াই চলছে। অপরাধীদের শনাক্তে শহরজুড়ে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। রাজশাহীকে তিনি নিরাপত্তার নগর হিসেবে গড়ে তুলতে চান। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসেই সেটা ঘোষণা দিতে চাই। এ শহরে কোনো মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসী থাকবে না। প্রতিটি মানুষই এর সুফল পাবেন।
যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে পুলিশ কমিশনার বলেন, কেউ মাদকের সঙ্গে জড়াবেন না। প্রয়োজনে আমরা আপনাদের সাধ্যমতো পুনর্বাসন করবো। এরপরও মাদকে সম্পৃক্ত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তখন জীবনের বাকিটা সময় জেলেই কাটাতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আরএমপির মতিহার জোনের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষণ বানার্জী, শাহ মখদুম জোনের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলাম, মতিহার জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার একরামুল হক, পুলিশ কমিশনারের স্টাফ অফিসার সহকারী কমিশনার নাজমুল হাসান ও মহানগরের কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
রাজশাহী বার্তা/admin