নাচোলে আনন্দঘন পরিবেশে স্টুডেন্টস কাউন্সিলের ভোট অনুষ্ঠিত

সময়: 4:22 pm - February 23, 2020 | | পঠিত হয়েছে: 164 বার

সারা দেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে উপজেলার ৮৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ভোট অনুষ্ঠিত হয়।

জাতীয় নির্বাচনের মত সকল নির্বাচনী উপকরণসহ শিক্ষার্থীদের মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্ট ও নিরাপত্তার দায়িত্বে শিক্ষার্থীরাই আনসার-ভিডিপির পোশাক পরে দায়িত্ব পালন করে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোকছানা অনিছা আজ ২ নাচোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন পরিদর্শনে এসে জানান, শিক্ষার্থীদের মধ্যে গনতন্ত্র, নির্বাচন ও নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে একযোগে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মাইনুল ইসলাম জানান, স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্য থেকে ৭টি পদে ১০জন শিক্ষার্থী প্রতিদ্বন্দিতা করছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ১শ’ ২৬জন শিক্ষার্থী ভোটে অংশগ্রহণ করছে। ওই বিদ্যালয়ে প্রধান নির্বাচন অফিসারের দায়িত্ব পালন করে ৫ম শ্রেণী শিক্ষার্থী ফারহানা হিমু।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর