গুরুদাসপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গরু বিতরণ

সময়: 8:06 pm - February 18, 2021 | | পঠিত হয়েছে: 102 বার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় নাটোরের গুরুদাসপুরে বকনা গরু বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুফলভোগী উপজেলার ১৩টি পরিবারের মাঝে একটি করে বকনা গরু বিতরণ করেন স্থানীয় সাংসদ মো. আব্দুল কুদ্দুস।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে গরু বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ইউএনও মো. তমাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, থানার ওসি মো. আব্দুর রাজ্জাক ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা প্রমুখ।

এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা জানান, গরুর সাথে ১২৫ কেজি করে উন্নতমানের খাদ্য দিচ্ছি। গরুগুলো তিন বছরের মধ্যে বিক্রি করা যাবে না। গরু অসুস্থ হলে প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর