পাবনায় অফসোনিন ফার্মাসিউটিক্যালের গোডাউনে আগুন

সময়: 11:01 pm - March 9, 2021 | | পঠিত হয়েছে: 112 বার

পাবনা শহরের শালগাড়িয়ায় একটি ওষুধ কোম্পানির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে হালিমা ক্লিনিকের পাশে অফসোনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের গোডাউনে এ আগুন লাগে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অফসোনিন ফার্মাসিউটিক্যালের পাবনা অঞ্চলের ভারপ্রাপ্ত ডিপো ইনচার্জ আবু ওয়াহিদ  বলেন, দুপুরে খাবার বিরতিতে গিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে গোডাউনে এসে দেখি ভেতরে আগুন লেগেছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেই। তবে ফায়ার সার্ভিস আসার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আগুন নেভানোর কাজে সহযোগিতা করে।

তিনি বলেন, আগুনে ভেতরে থাকা সব ওষুধ পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক ১০-১২ কোটি টাকার ওষুধের ক্ষতি হয়েছে। গোডাউনের প্রায় সব অংশ পুড়ে গেছে।

হিমেল রানা নামে এক প্রত্যক্ষদর্শী ঢাকা পোস্টকে বলেন, পাশেই আমার অফিস। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। উঠে গিয়ে দেখি গোডাউনে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

পাবনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দুলাল মিয়া  বলেন,  এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই সঠিকভাবে বলা সম্ভব নয়। তবে ১০ কোটি টাকা মূল্যের ওষুধের ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ আগুন লাগে। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর