পাবনার চাটমোহরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
পাবনার চাটমোহর উপজেলায় আলপনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের কাতুলী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা
হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর স্বামী আনিছুর রহমানকে আটক করেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে আলপনা খাতুনের সঙ্গে তার স্বামীর মনমালিন্য চলছিল।
বুধবার সন্ধ্যায় দু’জনের মধ্যে কথা কাটাকাটিও হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য দুপক্ষের পরিবারের লোকজনের বৃহস্পতিবার সকালে বসার কথা ছিল।
এরপর বুধবার রাতে স্বামী-স্ত্রী দু’জনেই রাতের খাবার খেয়ে শোবার ঘরে ঘুমাতে যান। ভোরে আনিছুর রহমান তার স্ত্রীকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেয়।
রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে আলপনা খাতুনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে মৃত ওই গৃহবধূর মা কল্পনা খাতুন মেয়েকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে থানায় এসে দাবি করেন।
পরে থানায় দায়েরকৃত মামলায় কল্পনা খাতুনকে বাদী করে পুলিশ।
অপরদিকে আনিছুর রহমানের দাবি তার স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ ওই গৃহবধূর স্বামী আনিছুর রহমানকে আটকের পর গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার জেল হাজতে পাঠায়।
এ ব্যাপারে চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মৃত আলপনা খাতুনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তবে ওই গৃহবধূর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এছাড়া স্বামী আনিছুর রহমানকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি।
রাজশাহী বার্তা/admin