জয়পুরহাটে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন পুলিশ

সময়: 8:31 pm - March 11, 2021 | | পঠিত হয়েছে: 214 বার

জয়পুরহাট সদর থানার সামনের রাস্তায় কুড়িয়ে পাওয়া আট হাজার টাকা তার মালিক সাহেব পাড়ার দুলাল নামের এক শ্রমিককে ফেরত দিয়েছেন সদর থানায় কর্মরত এসআই জাকির আল আহসান।

 

বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টা নাগাদ কাগজে মোড়ানো অবস্থায় কুড়িয়ে পাওয়া টাকা ৫০ মিনিট পরে প্রকৃত মালিক এর কাছে টাকাগুলো হস্তান্তর করেছেন থানার এসআই জাকির।

 

পুলিশের এসআই জাকির আল আহসান এ বিষয়ে  জানান, সদর থানা রোডে আলীম সাহেবের মার্কেটের পাশ্বে কাগজে মোড়ানো অবস্থায় পাঁচশত টাকার ১৬টা নোট আট হাজার টাকা কুড়িয়ে পাই। সকাল সাড়ে ১০টা নাগাদ টাকাগুলো কুড়িয়ে পাওয়ার পরে আমাদের জয়পুরহাট নামক গ্রুপে লালন হোসেন নামের এক এডমিন এর মাধ্যমে পোষ্ট করার ৫০ মিনিট পরে টাকার আসল মালিককে খুঁজে পাই। তারপরে আসল মালিক শ্রমিক দুলালের হাতে টাকাগুলো হস্তান্তর করি।

 

হারানো টাকা ফেরত পেয়ে শ্রমিক দুলাল বলেন, বর্তমান সময়ে পুলিশের এসআই জাকির স্যারের মতো লোকের বেশ অভাব রয়েছে। তিনি সততার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

 

আমাদের জয়পুরহাট গ্রুপের এডমিন লালন হোসেন বলেন, থানার এসআই জাকির আল আহসান টাকাগুলো কুড়িয়ে পাওয়ার পরে আমাকে জানালে আমাদের জয়পুরহাট গ্রুপে পোষ্ট করলে সেটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। তারপরে টাকার আসল মালিক জানতে পেরে টাকাগুলো থানা থেকে নিয়ে গিয়েছে। আমাদের জয়পুরহাট গ্রুপের পক্ষ থেকে পুলিশ বাহিনীর এই সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর