জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সাইকেল বিতরণ

সময়: 4:20 pm - March 13, 2021 | | পঠিত হয়েছে: 77 বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় জয়পুরহাটে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি, শিক্ষা উপকরণ  ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্র  নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের হাতে এ সব সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়। এর মধ্যে  ২৫ জন ছাত্রী এবং ১৫  জন ছাত্র রয়েছেন। এছাড়া  স্নাতক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, প্রাথমিক স্কুলে পড়ুয়া ৪১২ জন শিক্ষার্থীকে ৫ লাখ ৯৯ হাজার ৬০০ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, আদিবাসী নেতা নন্দলাল পার্শী  প্রমুখ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর