রাজশাহীতে গুড়ি গুড়ি বৃষ্টি
রাজশাহীতে সকাল থেকেই আকাশে রোদের ঝলক মেলেনি কিন্তু দেখা পরেছে মেঘের ঘনঘটা। সকাল থেকে মনে হয়েছে বৃষ্টি এলো বলে, অবশেষে দুপুরের দিকে হালকা সেই বৃষ্টি নেমেছে। বিকালের দিকেও কোথাও কোথাও ঝরেছে গুড়ি গুড়ি বৃষ্টি। আজ শনিবার (১৩ মার্চ) দুপুরের দিকে কালো মেঘ ও ঝড়ো হাওয়া বয়।
আবহাওয়া অফিসের সুত্র মতে আজকে আংশিক মেঘলা আকাশ ও ধোঁয়াশাচ্ছন্ন রয়েছে। তাপমাত্রা সর্বনিম্ন ২০ ডিগ্রী সেলসিয়াস। হাওয়ার বেগ ১০ থেকে ১৫ কিলোমিটার প্রতি ঘন্টা।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন- পুরোপুরি শীত কেটে গেছে। ধীরে ধীরে বৈশাখী মাস ও চলে আসছে। তারই ধারাবাহিকতায় বৈশাখ মাসের কালবৈশাখী ঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। তাছাড়া রাজশাহী, রংপুর ও খুলনা ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে শিলা বৃষ্টিও হতে পারে।
ঝড়ো হাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
রাজশাহী বার্তা/admin