করোনা প্রতিরোধে ফের তৎপর জয়পুরহাট জেলা প্রশাসন
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ দেশে অনেকটা কমে গিয়েছিল। তবে কয়েকদিন ধরে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক। এই অবস্থায় করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবেলায় সাধারণ মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে জয়পুরহাট জেলা প্রশাসন।
বুধবার দুপুরে শহরের জিরো পয়েন্টে করোনা ভাইরাস সক্রমণ প্রতিরোধে শতভাগ মাস্ক পরিধাণ নিশ্চিতকরণ এবং সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভুঞা, বাসে থাকা সাধারণ মানুষ ও বিভিন্ন দোকানে মাস্কবিহীন জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেন এবং মাস্ক পরিধানের বিষয়ে গুরুত্ব তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, জয়পুরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. জোবায়ের গালিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সদর উপজেলা চেয়ারম্যান সোলায়মান আলী, প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডলসহ আরও অনেকে।
রাজশাহী বার্তা/admin