জয়পুরহাট জেলা পুলিশের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ উপলক্ষে ডাঃ আবুল কাশেম ময়দানে নিমির্ত স্মৃতিস্তম্ভে ২৬.০৩.২০২১ খ্রীঃ সকাল ০৬.০৩ ঘটিকায় ৫০ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন জয়পুরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম মহোদয়। এরপর জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগন বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল শহীদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন “প্রথম সশস্ত্র প্রতিরোধ’ ৭১” ভাস্কর্যে।
১৯৭১ সালে বাঙালীর উপর নেমে আসা পাহাড় সমান বিপদের মুখোমুখি দাঁড়িয়ে “প্রথম সশস্ত্র প্রতিরোধ” তৈরী করার দুঃসাহসী নজির স্থাপন করে রাজারবাগ পুলিশ লাইনের বাঙালী পুলিশ বাহিনী, যাকে প্রথম সশস্ত্র প্রতিরোধ হিসেবে ইতিহাস সাক্ষ্য বহন করে। গর্বিত পুলিশ সদস্যের এই সাহসী পদক্ষেপটাকেই এই ভাস্কর্যের বিষয় হিসেবে উপস্থাপন করা হয়েছে।
রাজশাহী বার্তা/admin