গোদাগাড়ীতে অর্ধকোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
রাজশাহীর গোদাগাড়ীতে অর্ধকোটিরও বেশি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৭ মার্চ) রাত পৌনে ১০টায় বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকাল সাড়ে ৪টায় বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধীনস্থ গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী চেকপোস্টের একটি দল পার্শ্ববর্তী বিজয়নগর এলাকায় অভিযান চালায়। এ অভিযানে করে ৫৬ কেজি ৪০০ গ্রাম কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মূর্তিটির আনুমানিক মূল্য ৫৬ লাখ ৪০ হাজার টাকা। বিজিবি দলের উপস্থিতি টের পেয়ে মূর্তিটি ফেলে পালিয়ে যাওয়ায় এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক কিংবা শনাক্ত করা যায়নি। প্রচলিত নিয়ম অনুযায়ী মূর্তিটি ব্যাটালিয়নের সিজার স্টোর জমা করা হয়েছে।
পরবর্তীতে মূর্তিটি স্থানীয় প্রত্নতাত্ত্বিক জাদুঘর অথবা বিজিবির জাদুঘরে সংরক্ষণের জন্য পাঠানো হবে বলেও জানিয়েছে বিজিবি।
রাজশাহী বার্তা/admin