নাটোরের গুরুদাসপুরে অবরুদ্ধ শিক্ষক পরিবারকে ‘উদ্ধার’ করলেন ইউএনও
নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের উদবাড়িয়া গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের চলাচলের পথ আটকে দেয়া হয়েছিলো। গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন সোমবার দুপুরে সরেজমীনে গিয়ে ওই স্কুল শিক্ষকের চলাচলের পথ খুলে দিয়েছেন।
ভুক্তভোগী শিক্ষক আবুল বাশার জানান, তিনি উপজেলার মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বাবা মকবুল হোসেনও প্রাথমিকের সহকারী শিক্ষক ছিলেন। গত ১৭ এপ্রিল সকালে হঠাৎ করেই চলাচলের পথটি বাঁশের বেড়ায় আটকে দেন প্রতিবেশী মজিবর ও তার ছেলে মুস্তা। বেড়া টপকে বেড় হলে হত্যা করা হবে এমন হুমকি দেয়ায় তারা প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছিলেন।
তিনি বলেন, প্রতিবেশী মজিবর প্রভাবশালী হওয়ায় ভয়ে আইনের আশ্রয়ও নিতে পারছিলেন না তিনি ও তার পরিবার। তবে উপজেলা নির্বাহী অফিসার গণমাধ্যমে সংবাদ পেয়ে সরেজমিনে গিয়ে তার পরিবারকে উদ্ধার করেন। এজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইউএনও মো. তমাল হোসেন জানান, গণমাধ্যমে সংবাদ দেখার পরেই তিনি ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ শিক্ষক ও তার পরিবারকে উদ্ধার করেন। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গুরুদাসপুর থানা পুলিশকে।
রাজশাহী বার্তা/admin