রাবিতে মুক্তিযুদ্ধে ব্যবহৃত মর্টার শেল উদ্ধার

সময়: 5:58 pm - April 27, 2021 | | পঠিত হয়েছে: 120 বার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। এটি মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত বলে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের পার্শ্ববর্তী একটি পুকুরে এটি পাওয়া গেছে।

 

পুকুরে মাছের খাবার দেওয়ার সময় এটি দেখতে পান মেহেরচণ্ডী এলাকার মাছচাষি শরীফ। নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সিদ্দিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমাদের ধারণা এটি মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহৃত একটা মর্টার শেল। বর্তমানে বধ্যভূমি এলাকার পুলিশ বক্সের পাশে এটি ঘিরে রাখা হয়েছে।

 

তিনি আরও বলেন, পুলিশ এসে মর্টার শেল তাদের হেফাজতে নিয়ে ঘিরে রেখেছে। র‌্যাবের দল এসে চলে গেছে। এখন সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম এসে সেটি দেখবে।

 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, এটি এখনও সক্রিয় আছে কি না, সেটি পরীক্ষা নিরীক্ষা করতে সেনাবাহিনীর বোম ডিস্পোজাল ইউনিট আসবে। তাদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর