রাজশাহীতে করোনায় আরও পাঁচজনের মৃত্যু

সময়: 6:01 pm - April 27, 2021 | | পঠিত হয়েছে: 410 বার

রাজশাহী বিভাগে আরও পাঁচজনের প্রাণ নিল মহামারি করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় বগুড়ায় তিনজন এবং রাজশাহীতে দুজন প্রাণ হারিয়েছেন। এনিয়ে বিভাগে করোনায় প্রাণহানি দাঁড়াল ৪৭১ এ।

 

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩১ হাজার ৩৩০ জনের। এর মধ্যে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৩৬ জনের।

 

২৪ ঘণ্টায় পাবনায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বগুড়ায় ৩১, রাজশাহীতে ২৪, সিরাজগঞ্জে ২১, নওগাঁয় ৬, চাঁপাইনবাবগঞ্জে ৩, জয়পুরহাটে ৩ এবং নাটোরে দুজন করোনায় আক্রান্ত হয়েছেন।

 

এ পর্যন্ত বিভাগে করোনাজয় করেছেন ২৭ হাজার ২৫৪ জন। এর মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৩ জন। করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৫৬১ জন। এর মধ্যে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন।

 

বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় সর্বোচ্চ ২৯০ জনের প্রাণহানি ঘটেছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৬৭, নওগাঁয় ৩৩, সিরাজগঞ্জে ২৩, নাটোরে ১৭, চাঁপাইনবাবগঞ্জে ১৭, পাবনায় ১৩ এবং জয়পুরহাটে ১১ জনের প্রাণ গেছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর