চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দূর্ঘটনায় নিহত ৩’জন ও আহত ৭’জন
আজ সকালে প্রায় সাড়ে ৮ টায় ট্রাক ও ভুটভুটির সংঘর্ষে ধানকাটা ৩’জন শ্রমিক নিহত, ও ৭ জন আহত, ৪ জনরে অবস্থা আশঙ্কাজনক। নাচোল ফায়ারসার্ভিস কর্মীরা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লক্সে ভর্তি করেন।
নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল বারেক জানান, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎষার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
নিহতরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলাল গ্রামের-রেজাউল করিম (৪৫), আব্দুল মালেক (৪০) ও লিটন (২৫)। আহতরা হচ্ছে-তসিকুল (২০), জাহিদুল (২০), সাহারুল (৪০), আব্দুল মান্নান (৫০), বুলবুল (৪০), আলাউদ্দিন (২৫) ও বশির (৪০)।
ঘটনাস্থলে উপস্থিত থাকা নাচোল থানার অফিসার ইন্চার্জ (তদন্ত) আব্দুল অহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনার কারণ চিহ্নিত ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের কাজ চলছে। তিনি আরও জানান নিহত ও আহতরা সবাই একই এলাকার।
রাজশাহী বার্তা/admin