জয়পুরহাটে জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

সময়: 9:27 pm - June 2, 2021 | | পঠিত হয়েছে: 118 বার

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জয়পুরহাটে জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুন) সকালে জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড় মসজিদ মার্কেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আমাদের হাসপাতাল ক্লিনিক যা আছে, সেখানে পর্যাপ্ত সুবিধা নেই। এখনো আমরা অক্সিজেনের সাপ্লাইয়ের ব্যবস্থা হাসপাতলে করতে পারিনি। যদি বড় ধরনের কোনো সমস্যা হয়, তাহলে অন্য কোথাও নিয়ে চিকিৎসার মতো অবস্থা থাকবে না। সে জন্য অনুরোধ, স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরিধান করুন।জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম

তিনি বলেন, এ জেলায় গত পরশু একজন করোনা রোগী মারা গেছেন। এর আগেও কয়েকজন ঢাকা বা বগুড়ায় মারা গেছেন। আমাদের গণনায় আসেনি। কিন্তু আপনারা কিছুই মনে করছেন না। ইতিমধ্যে সীমান্তবর্তী জেলাগুলোয় করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে এবং কয়েকটি জেলাকে লকডাউনের সুপারিশ করা হয়েছে।

জয়পুরহাটে যদি করোনা সংক্রমণ বাড়তে থাকে, যদি চাঁপাইনবাবগঞ্জের মতো লকডাউন করে দেওয়া হয়, তাহলে এ জেলার কোনো যানবাহন চলবে না। দোকানপাটসহ সবকিছু বন্ধ হয়ে যাবে বলে জানান তিনি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেটা মাস্ক ছাড়া যদি কেউ বাইরে বের হয়, সেটা গণপরিবহন বা অন্য কোনো পরিবহন হোক, আমরা আইনত ব্যবস্থা নেব। গণপরিবহনে পাঁচজন করে বসতে পারবে না, সেখানে দুজন করে বসতে হবে। বাসে ৫০ শতাংশ সিট ফাঁকা রেখে চলাচল করতে হবে।পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা

এসপি বলেন, যারা বিদেশ থেকে আসছেন, তাদের জন্য আমরা আলাদা হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করছি। সীমান্তবর্তী এ জেলার সবাকে মাস্ক পরিধান, সামাজিক দূরত্বসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত হোসেন, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর